১০ লাখ টাকার সঞ্চয়পত্র পেলেন শহিদ মজিদের পরিবার

প্রকাশ | ২৯ মার্চ ২০২৫, ১৯:২৯

রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি
যায়যায়দিন

জুলাই - আগষ্ট বিপ্লবে নিহত খাগড়াছ‌ড়ির রামগড় উপ‌জেলার শহিদ মোঃ মজিদ হোসে‌নের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তানন্তর  ক‌রেন খাগড়াছ‌ড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

শ‌নিবার (২৯ মার্চ )তি‌নি রামগড়ের পতাছড়াস্থ রসুলপু‌রের শ‌হিদ ম‌জি‌দের গ্রা‌মের বা‌ড়ি‌তে গি‌য়ে তাঁর মা‌য়ের হা‌তে সহায়তার সঞ্চয়পত্র তু‌লে দেন।এসময় জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ব‌লেন,শ‌হি‌দের প‌রিবার‌কে সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে আরও ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।শহিদ মোঃ মজিদ হোসেন এর নাম গেজেটভুক্ত করা হয়েছে।তাঁর পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা ও যথাযথ সম্মান দেওয়া হবে। 

সহায়তা প্রদানকা‌লে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন, ছাত্র প্রতিনিধি মিজানুর রহমান মামুন, ইকবাল হোসেন,পাতাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জামাল হোসেন ভুট্টুসহ স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধি ,রাজনৈতিক ও গন‌্যমান‌্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এমএস