নেছারাবাদে সহস্রাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
প্রকাশ | ৩০ মার্চ ২০২৫, ১১:২২

নেছারাবাদে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রামে বসে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: আক্তার হোসেন এর ব্যক্তিগত তহবিল হতে গরীবদের মাঝে শাড়ি,লুঙ্গি ও পাঞ্জাবি তুলে দেয়া হয়। সমাজ সেবক আক্তার হোসেন নেছারাবাদ উপজেলার একজন দানশিল ব্যক্তি হিসেবে সুপরিচিত।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের সহস্রাধিক অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় ৮নং সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা ও সমাজ সেবক আক্তার হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের নির্দেশে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুলত এই উদ্যেগ। প্রসঙ্গত, সমাজ সেবক আক্তার হোসেন প্রতি বছর ইউনিয়নের গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী দিয়ে আসছেন।
যাযাদি/ এস