মানবিক মানুষের ঈদ উপহারে তাঁদের মুখে হাসি 

প্রকাশ | ৩০ মার্চ ২০২৫, ১২:১৭

শাহ্ নাফিউল্লাহ সৈকত, ফুলপুর
ছবি : যায়যায়দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভিনব এক উদ্যোগ গ্রহণ করে ময়মনসিংহের ফুলপুর উপজেলার অসহায়, দরিদ্র, কর্মহীন, দুস্থ, ও অস্বচ্ছল ১৩০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ২ টায় উপজেলার যায়যায়দিন অফিস প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ করা হয়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া দেয়া মানবিক মানুষের পক্ষ থেকে এই উপহারসামগ্রী পেয়ে ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে ১৩০টি পরিবারে। 

উপহারের মধ্যে রয়েছে- ৪ কেজি ৪৯ হাসকি চাল, ৫০০ গ্রাম ফ্রেশ সয়াবিন তেল, ৫০০ গ্রাম ফ্রেশ চিনি, ৫০০ গ্রাম এসিআই মসুর ডাল, ১ প্যাকেট (২০০ গ্রাম) বনফুল লাচ্ছা সেমাই, ১টি বনফুল স্টিক নুডলস ও ১টি (৭৫ গ্রাম) লিলি মিল্ক বাথ বিউটি সোপ। 
এই কার্যক্রমের সমন্বয়ক গণমাধ্যমকর্মী শাহ্ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে ঈদ উপহার কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদি। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদ'র সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, যুগান্তর'র সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, কালের কন্ঠ'র সিনিয়র সাংবাদিক মোস্তফা খান, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাফায়েত জামিল সাজু, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোর্শিদুল আলম উজ্জ্বল, রূপসী উদ্যানের পরিচালক সার্ভেয়ার মীর আবু নাঈম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শাখার সভাপতি মাহমুদুল হাসান রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম। 

নগুয়া গ্রামের বৃদ্ধ মো. আব্দুল কাদির বলেন, আমি কর্মহীন মানুষ। এখন কামাই রোজগার করতে পারিনা। ঈদ উপহার পেয়ে আমি খুব খুশি। 

ওসি আব্দুল হাদি বলেন, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন। এটি একটি প্রশংসিত কাজ। সকলকে অশেষ ধন্যবাদ জানাই। 

যাযাদি/ এস