জৈন্তাপুরে অনুমোদনহীন পশুহাট গুড়িয়ে দিল প্রশাসন

প্রকাশ | ৩০ মার্চ ২০২৫, ১৭:৫৬

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
যায়যায়দিন

দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গড়ে উঠা এই বাজারে ভারত থেকে চোরাইপথে আসা মহিষ ও গরু এই হাঁটে তুলা হতো। গত ২৬শে মার্চ রাতে সেনাবাহিনীর টহলটিম অভিযান চালিয়ে ভারতীয় মহিষ জব্দ করে ফিরে যাওয়ার সময় চোরাকারবারিদের হামলার স্বীকার হয় সেনাবাহিনীর টহলটিম।

এর পর থেকে হরিপুর এলাকায় অবৈধ চোরাকারবার রোধে কঠোর অবস্থানে যায় প্রশাসন।

রবিবার (৩০শে মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় হরিপুর বাজারে অবৈধভাবে গড়ে উঠা মহিষের হাঁট উচ্ছেদে আসে জৈন্তাপুর উপজেলা প্রশাসন সহ যৌথ বাহিনী। এ সময় অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের অধিনায়ক (সিও)।

অভিযান চলাকালে হরিপুর মাদ্রাসার বিপরীতে বিশাল আয়তনে অবৈধভাবে গড়ে উঠা মহিষের বাজারের শেডঘর ও পাকা একটি ভবন দুইটি ভেকু মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়।

এ সময় অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি, র‍্যাপিড এ্যকশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব-৯), জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশ গ্রহন করে।

এ সময় অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার, ৪৮ বিজিবির উপ- অধিনায়ক ,র‍্যাব-৯ এর উপ- সহকারী পরিচালক ( ডিএডি) , জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) , ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা।


যাযাদি/ এমএস