কচুয়ায় ডাকাতির ঘটনায় আটক ৩

প্রকাশ | ৩০ মার্চ ২০২৫, ১৮:০১

কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি
যায়যায়দিন

কচুয়ায় ডাকাতির ঘটনায় অভিযুক্ত চালিতাখালী এলাকার ৩ ডাকাতকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।


রোববার (৩০ মার্চ) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় কচুয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি কচুয়া উপজেলার পার্শ্ববর্তী পিরোজপুর জেলার চালিতাখালী এলাকার সেকেন্দার মোল্লার ছেলে কামাল মোল্লা (৩০) ও সোহেল মোল্লা (২৮) বাকি অপরজন একই এলাকার আফজাল শিকদার এর ছেলে এনায়েত সিকদার (৪৩)। এর আগেও এনায়েত সিকদারের  নামে  ডাকাতি, ধর্ষণ, চুরি, মারামারি, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। 

পুলিশ সুত্রে জানাযায়, ডাকাতির ঘটনায় কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের সবুজ হাজরার বসত ঘর থেকে দেশীয় অস্ত্রঠেকিয়ে  ২৭ ভরি স্বর্ন, ৩ ভরি রুপা, ২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন সহ নগদ ৪৭ হাজার টাকা হাতিয়ে নেয়।

 এ ঘটনায় গত ২৬ শে মার্চ কচুয়া থানায় মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতদের আটক করা হয়। আটককৃত ডাকাতদের কাছ থেকে নগদ ৪ হাজার ৭ শত টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে ৯৯৯ কল পেয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে ডাকাতদের  নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তারা উভয়ে ডাকাতি ঘটনার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে।আটককৃত ব্যক্তিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এদের মামলা নাম্বার ০৭নং।


যাযাদি/ এমএস