বিএনপি নেতাদের ছবি সম্বলিত ক্লাবের সাইনবোর্ড ছেড়ার অভিযোগ
প্রকাশ | ০১ এপ্রিল ২০২৫, ১৫:১৯

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের কুমির জোল গ্রামে ২৯ মার্চ রাতে কুমির জোল একতা ক্লাবের মূল ফটকে থাকা জাতীয়তাবাদী দল বিএনপি'র সাইনবোর্ডে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্থানীয় নেতার ছবি ছিড়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, আতাউর রহমান, শরিফুল ইসলাম, আলম, দুলাল হোসেন ও আব্দুর রাজ্জাকের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন কুমির জোল একতা ক্লাবের সভাপতি নুর আলম।
নুর আলম বলেন, বিগত ২০০৮ সালের পর থেকে স্থানীয় আওয়ামী লীগের দোসর অনেকবার আমাদের ওপর হামলা করেছে, মারধর করেছে। বর্তমানে আবারো ক্লাবে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমানসহ সাবেক ৩ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা:মো:ছালেক চৌধুরীর ছবি বিকৃতভাবে ছিড়েছে।
ক্লাবের সদস্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এরকম ঘটনা ঘটিয়েছে বলে মনে করি। যারা এমন যঘন্য ও হীনমন্যতার কাজ ঘটিয়েছে তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কুমির জোল গ্রামের শাহাবুদ্দিন, সোহিদ, আজিজ ফাদিল, আব্দুল গফুরসহ অনেক বলেন, এটি চক্রান্ত করে এমন কাজ করেছে আওয়ামী লীগের কতিপয় দুষ্কৃতকারীরা। এছাড়াও অভীযুক্তরা এর আগে এই ক্লাবের অনেক ক্ষতি সাধন করেছে। এমন কাজ আর যেনো করতে না পারে বা সাহস না পায় একারনে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযুক্ত আমিরুল বলেন, আমি ক্লাবের ছবি ছেড়ার বিষয়ে কিছু জানিনা। তাছাড়া আমার সাথে এর কোন সম্পৃক্ততা নাই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কুমির জোল একতা ক্লাবের সাইনবোর্ড ছেড়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
যাযাদি/ এমএস