বরুড়ায় ঈদ পুনর্মিলনী 

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৫, ১৮:৩৭

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
যায়যায়দিন

কুমিল্লার বরুড়ায় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি অ্যাহসানুল হক চৌধুরী সেলিম এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও এডহক কমিটির আহবায়ক মোয়াজ্জেম হোসেন কল্লোল, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ, গভর্নিং বডির সাবেক সদস্য, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হক।

ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক এস.এম জহিরুল ইসলাম লিটন ও মোঃ ইউসুফ আলী এর যৌথ সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য মোঃ ইদ্রিস আলী, নিজামুল হক, ডাঃ মোঃ মোশারফ, অ্যাডভোকেট জোবায়ের হোসেন, অধ্যক্ষ মোঃ ইয়াসিন মিয়া, মোঃ মিজানুর রহমান, মোঃ কাইয়ুম হোসেন, বরুড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ কামাল হোসেন,ন্যাশনাল ব্যাংক টমছম ব্রিজ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মশিউর রহমান চৌধুরী,ডাঃ শফিকুল ইসলাম প্রমুখ। 

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ঝলম উচ্চ বিদ্যালয় কলেজ এডহক কমিটির আহবায়ক মোয়াজ্জেম হোসেন কল্লোল ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্যদের কাছে বিদ্যালয় ও কলেজ পরিচালনায় সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

যাযাদি/ এমএস