মিডিয়া পার্টনার দৈনিক যায়যায়দিন

স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৫, ১১:৪৩ | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১২:০৬

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নেছারাবাদ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর আগামীকাল সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব। 

পঁচিশ বসন্ত, পঞ্চাশ বসন্ত—সময়ের প্রবাহে এক মহিমান্বিত অধ্যায় রচনা করে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমী পা রাখছে সুবর্ণ জয়ন্তীর সোনালি দুয়ারে। 

এই বিদ্যাপীঠের আলোকে যারা আলোকিত হয়েছেন, তাদের হৃদয়ের গভীরে আজ উচ্ছ্বাসের জোয়ার। আগামীকাল প্রিয় এই প্রতিষ্ঠান তার গৌরবোজ্জ্বল ৫০ বছর উদযাপন করতে যাচ্ছে, যেখানে এক হবে পুরনো স্মৃতি ও নতুন আশার রঙিন আল্পনা।


সকালের প্রথম আলোয় ক্যাম্পাসের বুকে জড়ো হবে শত শত প্রাণ, যাদের একসূত্রে বেঁধেছে একাডেমীর শিক্ষা, ভালোবাসা ও বন্ধুত্ব। 

জাতীয় সংগীতের মধুর সুরে শুরু হবে এই মহোৎসব। পতপত করে উড়বে জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা, যেন সেই পতাকায় মিশে যায় পাঁচ দশকের অর্জন ও গর্বের সব গল্প।

এক বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখরিত হবে চারপাশ। সাবেক শিক্ষার্থীদের পদচারণায় গুনগুন করবে বাতাস, যেন দেয়ালের প্রতিটি ইট ফিসফিসিয়ে বলে ওঠে—"ফিরে এসেছো, পুরনো দিনগুলো ফিরে পেয়েছো!"


এরপর শুরু হবে আবেগঘন স্মৃতিচারণ। ক্লাসরুমের বেঞ্চ, করিডোরের হাসি-ঠাট্টা, শিক্ষকদের শাসনের ভেতর লুকানো ভালোবাসা—সবকিছু যেন নতুন করে বেঁচে উঠবে। 

প্রাক্তন শিক্ষার্থীরা শোনাবেন তাদের জীবনের পথচলার গল্প, কিভাবে এই বিদ্যাপীঠের ছোঁয়ায় তাদের জীবন নতুন মোড় নিয়েছিল। শিক্ষকরাও ফিরে পাবেন পুরনো দিনের সেই চঞ্চল মুখগুলো, যারা আজ প্রতিষ্ঠিত, সমাজের নানা ক্ষেত্রে আলোকিত এক নাম।


এরপরই শুরু হবে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। গানের সুর, কবিতার আবৃত্তি, নৃত্যের তাল আর নাটকের সংলাপে প্রাণ ফিরে পাবে অতীতের রঙিন দিনগুলো। 

একাডেমীর সাবেক শিক্ষার্থীরা একসঙ্গে মিলিত হয়ে উপহার দেবে এক অপূর্ব আনন্দ-সন্ধ্যা।


মধ্যাহ্নভোজ হবে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার এক উপলক্ষ। প্রিয় শিক্ষকদের সঙ্গে এক টেবিলে বসে খাবার ভাগ করে নেওয়া—এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কী হতে পারে! এরপর শুরু হবে নানান রকম মজার প্রতিযোগিতা—দৌড়, মিউজিক্যাল চেয়ার, আর শিক্ষকদের জন্য বিশেষ খেলা, যা মুহূর্তগুলোকে আরও রঙিন করে তুলবে।


সন্ধ্যার পরের পর্ব হবে আবেগ ও গর্বের সংমিশ্রণ—কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা প্রদান। যাঁরা এই প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করেছেন, তাঁরা পাবেন ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি।

শেষ বিকেলের নরম আলোয়, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে বন্ধুরা একে অপরের পাশে দাঁড়িয়ে তুলবে অগণিত ছবি—যা আগামী দিনগুলোর জন্য এক মধুর স্মৃতি হয়ে থাকবে। বিদায়বেলার আকাশে রঙ ছড়িয়ে দেবে আগামী দিনের নতুন স্বপ্ন, নতুন প্রেরণা।

স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর সুবর্ণ জয়ন্তী কেবল একটি উৎসব নয়, এটি একটি আবেগ, একটি ভালোবাসা, একটি বন্ধনের নাম। পাঁচ দশকের ইতিহাসের এই সোনালি অধ্যায় চিরস্মরণীয় হয়ে থাকবে সকল হৃদয়ে।

এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক যায়যায়দিন।

যাযাদি/ এস