মাধবপুরে মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় আটক ৩

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৫, ১৩:৫০ | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১৩:৫২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে বি-বাদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩জনকে আটক করেছে সেনাবাহিনী। 

বুধবার ভোররাত পর্যন্ত কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটককৃতরা হলো উপজেলার ধীতপুরা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ছেলে তোফাজ্জল মিয়া(২৬) নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের সেলু মিয়ার ছেলে মোছাব্বির হোসেন(৩২) ও একই এলাকার ফয়সল মিয়ার ছেলে সোহাগ মিয়া (২০)। 

রাত ১২টায় সেনাবাহিনী আটককৃতদের মাধবপুর থানা পুলিশে সোর্পদ করেছেন।

জানা যায়-হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাজারে ওরশ নিয়ন্ত্রন করতেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলে তা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করে। এক পক্ষে নেতৃত্ব দেয় যুবদল নেতা নজরুল গাজী অপর পক্ষের নেতৃত্ব দেয় বিএনপি নেতা এড.সাজিদুল ইসলাম সজল। 

এ নিয়ে ২২ ফেব্রুয়ারী দু’পক্ষে মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। এরই রেশ ধরে মঙ্গলবার সকালে আবারও দু’গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়। 

আহত কবির মিয়া (৩৫) খোকন মিয়া ২৮) জালাল মিয়া (৪০) রোকন মিয়া ৪৫) গুলবাহার বেগম ৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

থানার অফিসার ইনর্চাজ আব্দুল্লা আল মামুন জানান-শাহজীবাজারে উপস্থিত সেনা ক্যাম্পের সদস্যরা সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। 

যাযাদি/ এস