৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ৭৯ শিশু

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৫, ১৪:৫৯ | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১৫:০২

চান্দিনা(কুমিল্লা) প্রতিনিধি
যায়যায়দিন

কুমিল্লার চান্দিনা বশিকপুরে আকরাম আলী ফাউন্ডেশনের উদ্যোগে টানা ৪১ দিন ২০৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতে আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ৭৯ শিশু। এর মধ্যে প্রথম ধাপে ২০ জন বিজয়ি,সরকারি মেডিকেল ও ঢাকা বিশ^বিদ্যালয়ে চান্স প্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে বশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বাইসাইকেল উপহার ও সংবর্ধনা দেওয়া হয়। সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী মাস্টারের সভাপতিত্বে,কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক ও আক্রাম আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম রেজাউল করিমের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী আসাদ, বীর মুক্তিযুদ্ধা ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূইয়া, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আমিন শিশির, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম খোকন, উপজেলা যুবদলের আহবায়ক মাওলানা আবুল খায়ের,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডা. মো: সাইফুল্লাহ বাপ্পি, আক্রাম আলী ফাউন্ডেশনের সভাপতি কবির আহম্মেদে, ফাউন্ডেশনের সাধার সাম্পাদক আমির হোসেন,

চান্দিনা যুব কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক এইচ এম কামাল উদ্দিন,দাউদকান্দি উপজেলার ছাত্র দলের সভাপতি আবদুল বাছেদ. বিশিষ্ট ব্যাংকার মো: দেলোয়ার হোসেন,বদরপুর নেছারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবদুল হাই, বশিকপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাঈমুল ইসলাম,বিশিস্ট শিক্ষাঅনুরাগী সেলিম সরকার,রেনেশা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. ইব্রাহিম,বাইতুল সালাত জামে মসজিদের পেশ ইমাম নাছির উল্লাহ,আল ইসলাহ যুব সমাজ পরিষদের সভাপতি মোস্তাফা কামাল ভূইয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


যাযাদি/ এমএস