দূর্ঘটনা রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস

চুনতি জাঙ্গালীয়ায় দুর্ঘটনার স্থান পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৫, ২০:০৭ | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ২০:১৩

লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি
যায়যায়দিন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালীয়া এলাকায় নিয়মিত প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঘটনাস্থল  পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং চট্টগ্রাম -১৫ ( লোহাগাড়া - সাতকানিয়া ) আসনের সাবেক এমপি, জামায়াতের মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বুধবার (২ এপ্রিল) বিকালে তারা এ ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরিদর্শনকালে উপদেষ্টা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। এছাড়া ওই এলাকার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং চট্টগ্রাম -১৫ ( লোহাগাড়া - সাতকানিয়া ) আসনের সাবেক এমপি, জামায়াতের মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী চুনতি জাঙ্গালীয়ায় দুর্ঘটনায় ৩ ৩ দিনে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন, এবং দূর্ঘটনা রোধে জনদাবী অনুসারে চট্টগ্রাম কক্সবাজার এ মহাসড়ক অনতিবিলম্ব  ৬ লাইনে উন্নিত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপদেষ্টার কাছে জোর দাবী পেশ করেন এবং এ বিষয়ে তিনি উপদেষ্টার সাথে নানা পরামর্শ করেন, তাছাড়া এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করার আশ্বাসও দেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহকারী এটর্নী জেনারেল এডভোকেট ফরিদ উদ্দিন খান, লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাছান, থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, জামায়াতের উপজেলা আমিরসহ সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

যাযাদি/ এমএস