পানছড়িতে ইউপিডিএফ নেতার ভাইকে অপহরণ
প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৫, ১৩:৫৬

খাগড়াছড়ি জেলার পানছড়িতে জনসংহতি সমিতি (জেএসএস সন্তু গ্রুপ) কতৃক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা নূতন কুমার চাকমার ভাইকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল/২৫) সকালে দুদুকছড়া বাজার থেকে সকাল ৭টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত উত্তম কুমার চাকমা (৫৫), হারুবিল গ্রামের বাসিন্দা। তিনি ইউপিডিএফের কেন্দ্রীয় সহসভাপতি নূতন কুমার চাকমার ছোট ভাই।
জানা যায়, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে ধুধুকছড়া বাজারে নিজের দোকানে যান উত্তম কুমার চাকমা। এসময় সন্তু গ্রুপের সদস্য বিপ্লব ও তুংলো চাকমার নেতৃত্বে ২০/২৫ জনের একটি সশস্ত্র দল ধুধুকছড়া বাজারে হানা দিয়ে নিজের দোকান থেকে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
প্রসঙ্গত, গতকাল বুধবার (২ এপ্রিল/২৫) সকাল ১০টার দিকে পানছড়ি উপজেলার উত্তর ধুধুকছড়া গ্রামের বাসিন্দা মৃত সন্তোষ চাকমার ছেলে লক্ষী চাকমা তুঙ্গ্যা (৬০) (ইউপিডিএফের সাথে যুক্ত)কে বিজলী কুমার চাকমা ও বিপ্লব চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ২৫ জনের নেতৃত্বে একটি গ্রুোপ নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।
পানছড়ি থানার ওসি মোঃ জসিম উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দাখিল করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/ এস