কলেজিয়েট একাডেমীর সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব
মিডিয়া পার্টনার দৈনিক যায়যায়দিন
প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৫, ১৭:৫০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ১৩:০৮

পিরোজপুর জেলায় নেছারাবাদ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব আজ অনুষ্ঠিত হয়।
পঞ্চাশ বসন্ত অতিক্রান্ত হয়ে সুবর্ণজয়ন্তী উৎসবে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সহ বর্তমান শিক্ষার্থীদের পদচারনায় সকাল ৮টা বাজার পূর্বেই মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। গতকালকে সবার কাছে স্মরণিকা সহ ক্যাপ ও গেঞ্জি চলে যায় সবার হাতে হাতে। সকাল ৯টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় স্কুলের সুবর্ণজয়ন্তীর উৎসব।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পরে কেক কেটে দিনের সূচনা করা হয়। স্কুলের শিক্ষক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এ বি এম জহুরুল হক লাল মিয়া সহ স্কুলের প্রতিষ্ঠাকালীন শিক্ষানুরাগী ব্যক্তি ও শিক্ষার্থী যারা ইতোমধ্যে ইহলোক ত্যাগ করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব ও এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাব উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ মাহফিজুর রহমান ফাগুন।
তারপর বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক পরবর্তীতে প্রধান শিক্ষক মন্টু লাল কর্মকার (অব.) তার নাতিদীর্ঘ বক্তব্যে একটি বিদ্যালয়ের শুরু থেকে ৫০ বছরের ইতিহাসের সারমর্ম উপস্থাপন করেন। তারপর বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মোরশেদুল হক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনী সৈকত প্রমুখ।
সূচনা বক্তব্যের শেষে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে সরকারি স্বরূপকাঠী কলেজ রোড, ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয় মনোজ্ঞ সম্প্রীতির গান ও নাচ। সঙ্গীতে ছিলেন সুলতানা মাহমুদা শোভা, লায়লা পুষ্প, রানু কর্মকার, চিনু কর্মকার, ইভা আক্তার, মিলা আক্তার মিঠু, তারানা আক্তার কচি, তনুশ্রী হালদার, মোসা. মরিয়ম বেগম (শিক্ষক), বর্তমান শিক্ষার্থী হাফসা করিম মোহনা, হাফসা করি মুমু, বন্নি সাহা, মিথিলা সাহা, জজ সুতার, আদর্শ রায়, রাজিম শাহরিয়ার এবং নিধির নির্দেশনায় নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা।
আগুনের পরশমণি, ফাগুন হাওয়ায় হাওয়ায়, ওরে গ্রহ বাঁশি, ধন্য ধন্য বলি তারে গানগুলি পরিবেশন করা হয়। সবশেষে আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটি দুইবার গেয়ে আনন্দে নাচানাচি করে মেতে ওঠে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মো. শামীম আহসান, সুমন, মাহবুবা চৌধুরী, শারমিলা তাসনিম তমা, সঞ্জিতা সমাদ্দার, মারিয়া তানজিমাৎ, সানজিদা শুভ্রা, তনুশ্রী হালদার। ১২টা ১০ মিনিট থেকে শুরু হয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিটি ব্যাচের ফটোসেশন। ফটোসেশন করতে করতে মধ্যহ্ন ভোজের বিরতিতে দুপুরের খাবার পরিবেশন শুরু হয়।
যাযাদি/ এসএম