মোল্লাহাটে রপ্তানীযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ করায় কারাদণ্ড
প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৫, ১৮:৫৮

বাগেরহাটের মোল্লাহাটে চিংড়ি মাছে অপদ্রব্য পুশের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দুইশ কেজি চিংড়ি মাছ জব্দ করে তা নিলামে বিক্রি করা হয়েছে। একইসঙ্গে আব্দুর রহমান মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে নাশুখালী মৎস্য আড়তে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী জানান, অসাধু ব্যাবসায়ীরা অধিক লাভের আশায় সাদা সোনা খ্যাত চিংড়ি মাছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি পুশ করে ওজন বাড়ায়। এহেন অপরাধ (পুশ) বিরোধী অভিযান পরিচালনাকালে নাশুখালী বাজারের একটি ঘর থেকে দুইশো কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। ওই সময় অন্যরা পালিয়ে গেলেও আব্দুর রহমান মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই যুবকের এক বছর কারাদণ্ড দেয়া হয়। এছাড়া জব্দকৃত চিংড়ি মাছ নিলামে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনাকালে থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এমএস