পার্বত্য চট্টগ্রামের সহিংসতার মূল কারন চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৫, ২০:২০

ষ্টাফ রিপোর্টার, রাঙামাটি
যায়যায়দিন

পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল(অব) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারন চাঁদাবাজি। এই চাঁদাবাজি বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা বন্ধ করা যাবে না। কোট স্যুট পড়া লোকেরাই বড় বড় কথা বলে এসব জিইয়ে রাখে। কোন অবস্থাতেই এসব চাঁদাবাজি সন্ত্রাস বরদাশত করা হবে না। কঠোর হাতে এদের দমন করা হবে এবং কাউকে ছাড় দেয়া হবে না  বলেও তিনি হুঁশিয়ারী দেন। 

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির বিজিবি সেক্টর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন। তাদের কিছু মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার। বাংলাদেশের মিডিয়ার সত্য প্রচারের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে। 

প্রেস ব্রিফিংয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল,রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা হেলিকপ্টার যোগে রাঙামাটির সাজেক ও বাঘাইহাটে বিজিবির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।


যাযাদি/ এমএস