নলছিটিতে ছাত্রদল নেতার স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৬

ঝালকাঠির নলছিটিতে দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় উপজেলার খেজুরতলা-মোল্লারহাট সড়কের ফুলতলা সংলগ্ন এলাকা। এতে শিক্ষার্থী সহ জনসাধারণের দূর্ভোগ নিত্যদিনের। জন দূর্ভোগের কথা চিন্তা করে খানা খন্দে ভরা এ সড়কটি সংস্কার করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মাসুদ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সরকারি নলছিটি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীসহ কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল্লাহ্ আল মাসুদের নেতৃত্বে দিন ব্যাপী রাস্তাটি সংস্কার করে তারা।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী চলাচল করে। এছাড়া কয়েকটি এলাকার বাসিন্দারা নিয়মিত চলাচল করে এ সড়ক দিয়ে। কিন্তু টানা বৃষ্টি ও বন্যার ফলে রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়। এতে জনদূর্ভোগ তৈরি হয়। এছাড়া রিকশা চালকদেরও বাড়তি ভাড়া দিতে হচ্ছে। এ রাস্তায় চলাচলের সময় শিক্ষার্থীদের জামা-কাপড়ও নোংরা হচ্ছে। তাই কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুদ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়।
সরকারি নলছিটি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক নেতা রাকিব আহমেদ বলেন, সরকারি নলছিটি ডিগ্রী কলেজ সহ আশে পাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দূর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মাসুদের নির্দেশে ও তার সার্বিক সহযোগিতায় আমরা ফুলতলা সংলগ্ন সড়কটি সংস্কারের উদ্যোগ নেই। আজ দিনব্যাপী নেতাকর্মীদের নিয়ে পিকেট, বালু ফেলে রাস্তাটি সংস্কার করা হয়। ছাত্রদল সব সময় সকল দূর্যোগে ও মানবিক কার্যক্রমে আছে, ছিলো ভবিষ্যতেও থাকবে।
কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুদ বলেন, দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থেকে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যার প্রভাব পড়েছে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দেশ পরিচালনায়। এজন্য ওনারা এখনো পুরোপুরি প্রস্তুতি নিতে পারেননি। এরপরেও বর্তমান সরকার শুরু থেকে সকল ধরনের দূর্যোগের পাশে ছিলেন। বিএনপি গণমানুষের দল, তারা জণগনের সুখ-দুঃখে সবসময় পাশে থাকে।
তাইতো নিজেদের বিবেকের তাড়নায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নলছিটি উপজেলার মানুষের কষ্ট লাগবে সড়ক সংস্কারের কাজ করেছি। আমাদের এই মহতি কার্যক্রম চলমান থাকবে।
যাযাদি/ এমএস