সখীপুরে দিনদুপুরেই চেতনানাশক দিয়ে বাড়ি লুট

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৫, ১৬:৪১

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের সখীপুরে দিনদুপুরে ঘরে চেতনানাশক স্প্রে করে কৃষকের বাড়ি লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা তিনটায় উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের পশ্চিম পাড়ায় জুলহাস উদ্দিনের (৪০) বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. আজহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জুলহাস উদ্দিন জানান, দুপুরের খাবার খেয়ে স্ত্রীকে বাড়িতে রেখে বাড়ির পাশে দোকানে চা খেতে যান তিনি। এই সুযোগে দুর্বৃত্তরা তার স্ত্রীকে একা পেয়ে চেতনানাশক স্প্রে করে এক ভরি কানের দুল, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী হাতিয়ে নেয়।

এ বিষয়ে ওই বাড়ির প্রতিবেশীরা জানান, একজন মহিলা ও একজন পুরুষ ওই বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তারাই ওই বাড়িতে স্প্রে করে লুট করেছে। ভুক্তভোগী জুলহাস উদ্দিনের স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/ এসএম