সাদু্ল্লাপুরে ইয়াবাসহ সাবেক নারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৫, ১৭:১৪

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ১৮ পিচ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩ এপ্রিল)  রাত ১১টার দিকে ইয়াবা বিক্রি করছিলেন শাহনাজ পারভীন। এসময় স্থানীয় জনতা ঘটনাটি জানতে পেরে ওই নারীকে তার  নিজ বাড়ীতে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো কৌটা থেকে ১৮ পিস ইয়াবাসহ শাহনাজ পারভীন কে গ্রেপ্তার করে। আটককৃত নারী উপজেলার মোংলাপাড়া গ্রামের আজিজার রহমানের স্ত্রী।

জানা গেছে, সাবেক এই ইউপি সদস্য শাহনাজ পারভীন দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে মাদক বেচাকেনা সহ নানা ধরনের অসামাজিক কর্মকান্ড নির্বিঘ্নে চালিয়ে আসছিলেন।

এরমধ্যে তিনি ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। সেই দাপটে তিনি  আরো বেপরোয়া হয়ে উঠেন। 

নাম প্রকাশে অনিচ্ছুইক ওই এলাকার একাধিক লোকজন বলেন, তিনি কোন কিছুর তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকের রমরমা কারবার করে আসলেও তাকে কেউ কিছু বলার সাহস পেতো না।সম্প্রতি তার হীন কর্মকান্ডে স্থানীয়রা অতিষ্ট হয়ে ঘটনার রাতে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয।পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ প্রসঙ্গে ইউনিয়ন বিএনপির একাধিক নেতা কর্মীরা বলেন,আমাদের কে কোন কিছু  না জানিয়ে সুচতুর শাহনাজ পারভীন  গোপনে  ইউনিয়ন মহিলা কমিটি করে নিয়ে এসেছেন। কিন্তু দলীয় কর্মকাণ্ডে তার তেমন কোন তৎপরতা কিংবা সাংগাঠনিক কোন ভুমিকা পরিলক্ষিত হয়নি। তার এহেন অপকর্মের দায়ভার দল কখনই নেবে না। তারা আরো বলেন,অপরাধীদের কোন দল নেই,তাদের পরিচয় তারা অপরাধী। প্রচলিত আইনে তিনি অপরাধী হলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। তারপরেও বিষয়টি  জেলা উপজেলাসহ কেন্দ্রিয় পর্যায়ে জানানো হবে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম  ও তদন্ত কর্মকর্তা এস আই হিরোক কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর তাদের সহযোগিতায় আসামীর বাড়িতে তল্লাশি করে ১৮ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।পরেরদিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

 সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার বলেন,১৮ পিস ইয়াবা সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় হয়েছে। তবে পুলিশের মাদক বিরোধী এঅভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।

 এ বিষয়ে মহিলা দলের উপজেলা সভাপতি রিতু আলম বলেন,বিষয়টি আমি জেনেছি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর তাৎক্ষনিভাবে ধাপেরহাট  ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গোটা ইউনিয়ন মহিলাদলের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। ৪ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাদুল্লাপুর উপজেলা শাখার মহিলা দলের সভাপতি রিতু আলম  ও সাধারন সম্পাদিকা আফরিন জাহান মৌ যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

যাযাদি/  এসএম