আদমদীঘিতে বাসযাত্রীদের নিকট থেকে বেশি ভাড়া নেয়ায় জরিমানা
প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৫, ১৭:২৪

আদমদীঘিতে ঢাকাগামী বাস যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত হারে ভাড়া আদায় করায় এক বাস কাউন্টারে ৮ হাজার টাকা জরিমানা ও অতিরিক্ত হারে আদায় করা বাস ভাড়া যাত্রীদের নিকটতৎক্ষনিক ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টায় আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজের নিকট এআর শ্যামলী কাউন্ডারের সামনে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের পর দিন থেকেই নওগাঁ থেকে ঢাকাসহ বিভিন্ন অভিমুখে ছেড়ে যাওয়া দুর পাল্লার বাস কাউন্ডার কর্তৃপক্ষ যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করছিল।
শুক্রবার বেলা ১১টায় আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা আদমদীঘি সদরের পশ্চিম বাজার বাস কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি ঢাকাগামী বাস থামিয়ে যাত্রীদের নিকট থেকে বাস কর্তৃপক্ষ নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করা হয়েছে বলে বাস যাত্রীরা অভিযোগ করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেশ কয়েকটি বাসের যাত্রীদের নিকট থেকে আদায় করা অতিরিক্ত টাকা তৎক্ষণিক ফেরৎ দেয়ার ব্যবস্থা করেন। এছাড়া আদমদীঘিতে অবস্থিত এন আর শ্যামলী বাস কাউন্টারের এজেন্ট হীরেন সরকার ঢাকামুখি যাত্রীর নিকট থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বাস ভাড়া বেশি আদায় করায় তার ৮ হাজার টাকা জরিমানা করেন।
যাযাদি/ এসএম