বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৫

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় এক বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত এসির কার্টন থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (৪ এপ্রিল) সকালে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখে কার্টনটি সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর আড়াইটার দিকে কার্টনটি খোলার পর দেখা যায়, এর ভেতরে ২০ থেকে ২৫ বছর বয়সী এক তরুণীর লাশ।
এ ঘটনার পরপরই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহত তরুণীর পরিচয় শনাক্তকরণ এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। হত্যাকারীরা লাশ গোপন করার জন্য কার্টন ব্যবহার করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
এ ঘটনার পর এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেফতার করবে বলে আশাবাদী স্থানীয়রা।
যাযাদি/ এসএম