মান্দায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় একই পরিবারের আহত ৫
প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৫, ১৯:২৬

নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিন নারীসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর (কাঞ্চন স্লুইজ গেইটের উত্তর পার্শ্বে গোয়ালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় প্রতিকার চেয়ে গনেশপুর ইউনিয়নের গনেশপুর (কাঞ্চন স্লুইজ গেইটের উত্তর পার্শ্বে গোয়ালপাড়া) গ্রামের নেকবর আলী ওরফে হ্যাসালু একই গ্রামের চান্দু’র ছেলে রাকিব হোসেন (২৫), সাকিব হোসেন (২২), তুহিন হোসেন (২৭), ফছির উদ্দীনের ছেলে চান্দু (৫৬), আরিফ হোসেনের স্ত্রী আরিফা বেগম (২২), রাকিব হোসেনের স্ত্রী খুশি আক্তার (১৯), তুহিন হোসেনের স্ত্রী মাসুদা আক্তার (২৩), চান্দু’র স্ত্রী মোমেনা বেগম (৫২) গং এর বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হলেন- গনেশপুর ইউনিয়নের গনেশপুর (কাঞ্চন স্লুইজ গেইটের উত্তর পার্শ্বে গোয়ালপাড়া) গ্রামের নেকবর আলী ওরফে হ্যাসালু’র স্ত্রী তারাবানু,ছেলে জুয়েল রানা ও সোহেল রানা, উভয় ছেলের স্ত্রী মোসলেমা আক্তার এবং শিরিনা আক্তার ওরফে মৌসুমী। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
গনেশপুর (কাঞ্চন স্লুইজ গেইটের উত্তর পার্শ্বে গোয়ালপাড়া) গ্রামের নেকবর আলী ওরফে হ্যাসালু জানান, প্রতিপক্ষের লোকজন তার আপন ভাই-ভাতিজা। পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে তাদের সঙ্গে বেশকিছুদিন থেকে বিরোধ চলে আসছিলো । এরই জের ধরে গত রোববার সন্ধ্যা ৭ টা ও রাত সাড়ে ৮ টার দিকে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে এসে স্ত্রী, পুত্র এবং পূত্রবধু’র উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজনকে প্রতিহত করতে গিয়ে একই পরিবারের ৫ জন আহত হন। অপরদিকে বসতবাড়ির দরজা ভেঙ্গে বাড়ির ভেতরে অনধিকারাবে প্রবেশ করে শয়ন কক্ষের মধ্যে রাখা সাববাক্স থেকে নগদ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়াও দরজা ভেঙ্গে ১০ হাজার টাকার ক্ষতি সাধন করায় নায্য বিচার দাবি করেছেন তিনি। সরেজমিন গেলে প্রতিপক্ষের লোকজন এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/ এসএম