ঘাটাইলে শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৫, ১৪:২৫

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার এডহক কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের দূর্নীতি, অর্থ আত্মসাত ও স্বৈরাচারী আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এ সমিতির একাংশের শিক্ষক নেতৃবৃন্দ । 

শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কমিউনিটি সেন্টারে  এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  পড়ে শোনান  সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলোয়ারা সুলতানা  দূর্নীতির কথা তুলে ধরেন। সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান এ কমিটির গঠিত হওয়ার পর থেকে  প্রায় ১০ লাখ টাকার দূর্নীতি হয়েছে। স্বৈরাচারী আচরণ, দুর্নীতি ও অর্থ আত্মসাত প্রতিবাদে তাদের  কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকক্টিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

যাযাদি/ এসএম