সরাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৫, ১৯:৪৫

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শেখ তানিয়া-(৩৫) হত্যা মামলার আসামী তার স্বামী উজ্জ্বল মৈশান-(৪৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত শুক্রবার দুপুর ১২ টার সরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জ্বল মৈশান সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ (মনিরবাগ) গ্রামের ওয়ালিউর রহমানের ছেলে। নিহত তানিয়া শেখ একই ইউনিয়নের শেখ বাড়ির ইনু মিয়া শেখের কন্যা।

শুক্রবার রাতে র‌্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সরাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জ্বল তানিয়া হত্যা মামলার ১ নং আসামী। পরে তাকে সরাইল থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য প্রায় ২০ বছর আগে উজ্জ্বলের সাথে তানিয়ার বিয়ে হয় তানিয়ার। দাম্পত্য জীবনে তারা ৫ সন্তানের জনক-জননী।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তানিয়াকে মারধোর করতো উজ্জ্বল। সন্তানদের দিকে তানিয়া তা নীরবে সহ্য করতো।

গত ২৭ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ৯টার দিকে উজ্জ্বল বাড়িতে এসে তানিয়াকে মারধোর শুরু করেন। রাতভর তানিয়াকে মারধোর করে ঘরে আটকে রাখে। পরদিন মঙ্গলবার তানিয়ার সন্তান ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে আশঙ্কাজনক অবস্থায় তানিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানিয়া।

লাশের সূরতহাল প্রতিবেদন তৈরীকারী সরাইল থানার এস.আই আলী আক্কাস বলেন, তানিয়ার সারা শরীরেই আঘাতের চিহ্ন ছিলো।

যাযাদি/ এমএস