ঐক্যবদ্ধ থাকলে সাফল্য আসবেই : এম এ হান্নান
প্রকাশ | ০৬ এপ্রিল ২০২৫, ১১:০০

কুমিল্লার চান্দিনা সব্দলপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সব্দলপুর যুব সমাজের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সব্দলপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব এম এ.হান্নান।
এসম তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে সাফল্য আসবেই। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুর ফিতর নামাজ আদায় করে ফেলেছি, আজ আমার কাছে মনে হচ্ছে গ্রামবাসীর সাথে আরেকটি ঈদের আনন্দ উপভোগ করলাম। সুস্থ্য সংস্কৃতি বিকাশে ইসলামী মূল্যবোধের মুক্ত চিন্তা থেকে আজকের প্রোগ্রম যারা করেছে তাদের কে ধন্যবাদ জানাই। আমি সব সময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে কেননা আমরা সবাই মিলে একটি পরিবার। দল মত নির্বিশেষ আমরা সবাই গ্রামের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো। সমাজের সকল ভালো কাজের আমার সহযোগিতা অব্যহত থাকবে। মাদকবিরোধী বাল্যবিবাহ প্রতিরোধে আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। এসময় বিভিন্ন শিল্পীগোষ্ঠী মনমুগ্ধকর সাংস্কৃতিক প্রোগ্রাম পরিচালনা করেন।
যাযাদি/ এসএম