সাদুল্লাপুরে শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২৫, ১৭:৫৯

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জুলাই শহীদ স্মৃতি টেপটেনিস শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৫ এপ্রিল) বিকালে স্থানীয় যুব সমাজের আয়োজনে ধাপেরহাটে ইউনিয়নের মধ্যনিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ ( সাদুল্লাপুর -পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী  অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

টুর্নামেন্টে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা নজরুল ইসলাম লেবু।

এসময় উপস্থিত ছিলেন, ধাপেরহাট ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর  সভাপতি প্রভাষক  মো: তৌফিকুর রহমান,সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী রতন,ধাপেরহাট ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শাহ মুশফিকুর রহমান সাগরসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

যাযাদি/ এম