পরশুরামে বিআরডিবির চেয়ারম্যান হলেন আবু তালেব রিপন 

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৫, ১১:০০

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফাইল ছবি

পরশুরামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফেনী জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আবু তালেব রিপন। 

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সোহেল চৌধুরী জানান, চেয়ারম্যান পদে আবু তালেব রিপন নির্বাচিত হয়েছেন এছাড়াও তিন জন সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়ে আবু তালেব রিপন রবিবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময় উপজেলা বিএনপির আহাবায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মাহবুবকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী  উপস্থিত ছিলেন। 

আবু তালেব রিপন এর আগে অত্যন্ত সুনাম সাথে ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক, পৌর ছাত্রদল সিনিয়র যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেছেন।
রিপন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটনের ছোট ভাই। 

 বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবু তালেব রিপন দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

যাযাদি/ এসএম