সৈয়দপুরে ঈদের ছুটিতে এসে বাস-ট্রেনের টিকিট কিনতে বিড়ম্বনা

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

আবু-বিন-আজাদ, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে ঈদের ছুটিতে বাড়ি আসতে যেমন বাস-ট্রেনের টিকিট কাটা নিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন তেমনি ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত চাকুরিজীবী ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা ফেরত যেতে বাস-ট্রেনের টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন। 

ঈদের এক/দুইদিন পরে খোঁজ নিয়ে জানা গেছে, বিশেষ করে দিবা, অপরাহৃ ও রাত্রীকালীন ঢাকা, চট্রগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় চলাচলকারী বাসগুলোর টিকিট ৭ এপ্রিল পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এসব টিকিটের মূল্য অন্য সময়ের স্বাভাবিক ভাড়ার চেয়ে ৪শ’ থেকে ৬শ’ টাকা করে বেশি নেওয়া হয়েছে। তারপরেও ভুক্তভোগী বিভিন্ন পেশার যাত্রীগণ অধিক মূল্যে টিকিট সংগ্রহ করতে বাধ্য হয়েছেন বলে অনেকেই নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন। বর্তমানে ঈদের এক সপ্তাহ পেড়িয়ে গেলেও টিকিটের মূল্য তেমন একটা কমেনি।

গণমাধ্যমগুলোতে দেখা যায়, ঈদের আগে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা বাসগুলোর অনেক কাউন্টারে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানাসহ নানা দন্ড দিয়ে এসব বেশি দামে টিকিট বিক্রি নিয়ন্ত্রণ করলেও সৈয়দপুরে এরকম অভিযান বাস-কাউন্টারগুলোতে তেমন একটা পরিলক্ষিত হচ্ছে না। অভিযোগ রয়েছে, এসি-নন এসি চেয়ার কোচ বাসগুলো সহ স্লিপার বাসগুলোর টিকিট অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে। এমনকি মফিজ নামে পরিচিত বাসগুলোর ভাড়াও বেশি করে নেওয়া হচ্ছে। তাছাড়া এক শ্রেণির বাস-কাউন্টার মালিকরা টিকিটের কৃত্রিম সংকট দেখিয়ে অধিক মুনাফার আশায় টিকিট প্রতি অধিক মূল্য নিচ্ছেন। যার ফলে কর্মস্থলে ও শিক্ষাঙ্গনে ফিরতে চাকুরিজীবি ও শিক্ষার্থীসহ নানা পেশার মানুষজন দারুন দুর্ভোগে পড়েছেন।

এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হলে নীলফামারী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার জানান, ঢাকা-চট্রগ্রাম, সিলেট-বরিশাল সড়কে চলাচলকারী বাসগুলোতে আমাদের নিয়ন্ত্রণ নেই। এগুলো কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়।

এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকীর মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এরপর নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মোবাইল ফোনে কল দিলে তিনিও রিসিভ না করায় এ ব্যাপারে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

যাযাদি/ এসএম