বিক্রি হওয়া শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৫, ১৪:৫৮

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্রি হওয়া এক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) সকালে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ শিশু সন্তানটিকে তার পরিবারের হাতে হস্তান্তর করেন। 

বিক্রি হওয়া ৮ মাসের শিশু মোছা.  দিঘী মনি সিরাজগঞ্জের গয়লা এলাকার  মো. বাপ্পী মন্ডল ও  মরিয়ম খাতুন দম্পতির মেয়ে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ দুপুরে শিশুটির মাকে ঘোল (মাঠা) পান পূর্বক অচেতন করে উপজেলার রনতিথা এলাকার মো. বাদশা মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে আসামী বগুড়ার ধুনট উপজেলার চর খাদুলী গ্রামের মৃত গোলার শেখের ছেলে মো. কালাম শেখ (৪০), শিশু বাচ্চাটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে বিক্রি করে দেয়।  এ সংক্রান্ত বিষয়ে থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। 

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, মাত্র ৮ মাস বয়সী শিশুকে অপহরণ করে বিক্রি করার পর থানায় অভিযোগ দিলে পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক বিষয়টি গুরুত্ব দিয়ে থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরনকারী মো. কালাম শেখ (৪০) কে রংপুর থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে অপর মো. হারুন অর রশিদ (৪৪) কে রায়গঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যর ভিত্তিতে শিশু বাচ্চা মোছা. দিঘী মনি কে যশোর জেলার কোতয়ালী থানাধীন তালবাড়িয়া গ্রাম থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটিকে ফিরে পেয়ে মা মরিয়ম খাতুন তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমার আর এ ভুল হবে না। কয়েকদিনের মধ্যে সন্তান হারানোর কষ্ট আমি বুঝতে পেরেছি। আমাদের অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনায় জরিত সকলের শান্তির দাবি জানাচ্ছি। সেই সাথে রায়গঞ্জ থানা পুলিশের সদস্যদের ধন্যবাদ জানান তিনি। 

যাযাদি/ এসএম