ডোমারে পৃথক দুটি ঘটনায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৩

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

 নীলফামারী ডোমার উপজেলায় পৃথক দুটি ঘটনায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী চিলাহাটি সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন ৭বছর বয়সী এক শিশুকে মোবাইল দেখার কথা বলে বাড়ির পাশে ভুট্টা খেতে‌ প্রতিবেশী ফজলু রহমানের ছেলে রনি (২২) জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। 

শনিবার দুপুরে নিজ ভোগডাবুরী খানকা শরিফপাড়া  গ্রামে ঘটনাটি ঘটে। 

নির্যাতনের শিকার শিশুটি নীলফামারী আধুনিক সদর হাসপাতালে শিশু বিভাগে ভর্তি রয়েছে। শিশুটিকে যৌন নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবিতে রবিবার দুপুরে সর্বস্তরের ছাত্রসমাজ ও জনতা চিলাহাটি বাজারের চৌরাস্তায় সড়ক অবরোধ করে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করে। 

মানববন্ধনে শহীদের রক্ত ভেজা এই সোনার বাংলার মাটিতে ধর্ষকের ঠাঁই নাই, অনতিবিলম্বে শিশু ধর্ষণকারী রনির ফাঁসি চাই, দিতে হবে স্লোগানে গোটা চিলাহাটি বাজার মুখরিত করে রাখে ছাত্র সমাজ। ঘটনার পর থেকে রনি ও তার পিতা ফজলু পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছে। অপরদিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগের ঘটনায় অভিযুক্ত খলিলুর রহমান ডাবলুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) সকাল ১১ টায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার (৫ এপ্রিল) শিশুটির বাবা ডোমার থানায় মামলা করেন। শুক্রবার রাতে যৌন হয়রানির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ডাবলু জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া ডাক্তার পাড়া এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে। পেশায় তিনি একজন মাংস ব্যবসায়ী। শিশুটির বাবা জানান, আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমি পেশায় একজন দিনমজুর, কাজের জন্য বিভিন্ন স্থানে থাকতে হয়। 

এই পরিস্থিতে পরিবার নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি। শিশুর পরিবারের দাবি, শুক্রবার রাতে অভিযুক্ত ব্যক্তি নিজ বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে যৌন হয়রানি করে। পরে টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ডাবলু। ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শৈলেন চন্দ্র দেব বলেন, ‘শিশুটির বাবা থানায় এসে এজাহার দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। থানায় শিশুটিও জবানবন্দি দিয়েছে।

যাযাদি/ এম