ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৫, ২০:৪৩

বোরহানউদ্দিন (ভোলা)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও ধর্মঘট করেছেন শিক্ষার্থী, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষ। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।

সোমবার সর্বস্তরের জনতার ব্যানারে বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাটামারা পীর মাও. মুহিব্বুল্লাহ ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ,বি আহমদ উল্যাহ  আনছারীর নেতুত্বে বোরহানউদ্দিন মডেল মসজিদের সামনে থেকে সমবেত মুসুল্লিরা ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশ পুত্তলিকাসহ বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে চৌরাস্তায় বেনিয়ামিন নেতানিয়াহুর কুশ পুত্তলিকা দাহ করে। পরে একই স্থানে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, বাটামারা পীর মাও. মুহিব্বুল্লাহ,বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আহমদউল্যাহ আনছারী, উপাধ্যক্ষ এ,এইচ,এম অলিউল্যাহ, মুহাদ্দিস হাবিবুর রহমান,সহকারি অধ্যাপক মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন পৌর শহর মসজিদের খতিব মাও. মিজানুর রহমান, বোরহানউদ্দিন মডেল মসজিদের খতিব মাও. জালালউদ্দিন প্রমুখ।

এছাড়া উপজেলার বড়মানিকা, বোরহানগঞ্জ, মনিরাম, বুঞ্জেরহাঁট, দেউলা, সাঁচরা, মজমের হাঁটে বিক্ষোভ-সমাবেশ, মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

যাযাদি/ এম