লালমোহনে প্রান্তিক কৃষক পাচ্ছে বিনামূল্যে সার ও বীজ

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৭

লালমোহন (ভোলা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে এসব সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খামার বাড়ির উপ-পরিচালক খাইরুল ইসলাম মল্লিক। ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় লালমোহন উপজেলার ৫ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২০ কেজি করে সার এবং ৫ কেজি করে ধানের বীজ বিতরণ করা হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুবেল মিয়ার সঞ্চালনায় এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম