জুলাই আগস্টে আহত ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করলেন বি এম ইউসুফ আলী

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৫, ১৯:৩৮

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর আল- আমিন  বীমা প্রকল্পের ঢাকা জোন কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী।


তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই আগস্টের অভুথানে বৈষম্য  বিরোধী  ছাত্র আন্দোলনে  ছাত্র  জনতার মধ্যে  যারা শহীদ  হয়েছেন তাদের  রুহের মাগফিরাত কামনা করেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন, এবং উক্ত আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদের এবং তাদের  পরিবারের পতি সমবেদনা জ্ঞাপন  করেন। 

বি এম ইউসুফ আলী বলেন, উক্ত আন্দোলনে আহত ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের জন্য জোর দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, উক্ত আন্দোলনে আমাদের কোম্পানির বিভিন্ন অফিসারদের পরিবারের সদস্য ও তাদের আত্মীয় স্বজনের মধ্যে  যাঁরা শহীদ  হয়েছেন অথবা পঙ্গুতবরন করেছেন বা আহত  হয়েছেন, তাদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন। 

বি এম ইউসুফ আলী বলেন, পপুলার  লাইফ  ইনসুরেন্স কোম্পানি  লিমিটেড এর পক্ষ থেকে  সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।


এসময় উপস্থিত ছিলেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নওশের আলী নাঈম, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহের সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

যাযাদি/ এম