কুলাউড়ায় চা-শ্রমিকদের সাথে মতবিনিময়
প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০২

মৌলভীবাজারের কুলাউড়ায় চা-শ্রমিকদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজারের হিংগাজিয়া চা-বাগানের শ্রমিকদের সাথে এ মতবিনিময় করেন তিনি।
ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাসান আলীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর সহঃ অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সেক্রেটারী প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি দায়িত্বশীল যুক্তরাজ্য প্রবাসী আলাউদ্দিন আহমেদ, ছাত্রশিবির কুলাউড়া পশ্চিম শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা দিলদার উদ্দিন, দুবাই প্রবাসী সাবেক ছাত্রনেতা জসীম উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী বাগানের শ্রমিকদের সুখ-দুঃখের কথা শুনেন এবং সর্বাবস্থায় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
যাযাদি/ এসএম