মাধবপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৫, ১৫:৩৭

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

হবিগঞ্জের মাধবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার  ৬ হাজার ৫ শ জনকে উফশী ধানের বীজ এবং ২০ জনকে তিল বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকার মোঃ জাহিদ বিন কাশেম। ১ বিঘা আউশ ফসলের জন্য ১ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং তিল ফসলের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি প্রদান করা হয়। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ ডাঃ ইমরুল হাসান, বিআরডি কর্মকর্তা মোঃ ফয়সল চৌধুরী, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সাম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংবাদিক তোফাজ্জ্বল হোসেন, ছাত্র সম্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আল মাসুকসহ উপকারভোগী  কৃষকবৃন্দ।

যাযাদি/ এসএম