দৌলতপুরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমুলক সভা

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৫, ১৭:০৮

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার বিকাল ৪ টায় এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী‘র সভাপতিত্বে বাংলা নববর্ষ উৎসব পালনের প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মো. ফয়সাল আহমেদ, কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনোয়ারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, ইউপি চেয়ারম্যান খোয়াজ হোসেন প্রমুখ। 

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সাস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে বর্ষবরণের র‌্যালী, আলোচনা সভা, পান্তা উৎসব ও সাংস্কৃকিত অনুষ্ঠানের আয়োজন থাকবে। দিবসটি উদযাপনে তিনি সকলের অংশগ্রহণ ও সহযোগীতা কামনা করেন। 

যাযাদি/ এম