ডোমারে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৫, ১৭:২৭

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া বালিকা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে আওয়ামীলীগের পক্ষের লোককে সভাপতি করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 

বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, গোমনাতী ইউনিয়ন যুবদলের আহবায়ক আলফাছ সানি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ বামুনিয়া ইউনিয়ন সেক্রেটারি আমজাদ হোসেন, অভিভাবক রুহুল আমিন প্রমূখ। 

মানববন্ধন শেষে বিদ্যালয়ের ভেতরে ঢুকতে চাইলে বিদ্যালয়ের গেটে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে মামুনুর রশিদ নামের এক জামাতের ওয়ার্ড নেতার আঙুল কেটে যায়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা আলমের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। 

উত্তেজনা বৃদ্ধি পেলে প্রধান শিক্ষক ৯৯৯এ ফোন করলে পুলিশ এসে বিষয়টি তদন্ত করেন। প্রধান শিক্ষক মোস্তফা আলম বলেন, সকলের সম্মতিতে কমিটি গঠন করা হয়েছে। গত ২৩মার্চ খাদিজা আক্তারকে সভাপতি, হরিপদ রায়কে শিক্ষক সদস্য, আক্কাছ আলীকে অভিভাবক সদস্য এবং প্রধান শিক্ষক মোস্তফা আলমকে সদস্য সচিব করে একটি কমিটি অনুমোদন দেন দিনাজপুর শিক্ষা বোর্ড। 

বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান বলেন, সভাপতিকে কারো অপছন্দ হলে আইনানুগ ভাবে লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি কতৃপক্ষকে জানাতে পারে। এভাবে বিশৃঙ্খলা করার কোন সুযোগ নাই।

যাযাদি/ এমএস