চেক জালিয়াতি মামলায় সাংবাদিকের এক বছরের কারাদন্ড

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫২

মেহেরপুর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মেহেরপুরে চেক জালিয়াতি মামলায় আফসারুল হাসান সুমন এক স্থানীয় মোবাইল সাংবাদিককে এক বছরের কারাদন্ড ও ৯৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) বিকালের দিকে মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এমদাদুল হক এ রায় দেন। সাজাপ্রাপ্ত সুমন মেহেরপুর শহরের বড় বাজার এলাকার আনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, সুমন ২০২৩ সালের ২০ আগস্ট ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে মেহেরপুর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাড়ার ফারুক হোসেনের ছেলে হাসানুল মারুফ এর ৯৫ হাজার ৩৮৭ টাকা পাওনা বাবদ রূপালী ব্যাংক শাখার একটি চেক প্রদান করেন। 

পরে ওই চেকের অনুকূলে কোন টাকা না থাকায় চেকটি ডিজ অনার করা হয়। পরে হাসানুল মারুফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ আদালত আফসারুল হাসান সুমন (সুমন সাংবাদিক)কে এক বছরের কারাদন্ড ও চেকের সমপরিমাণ ৯৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

মামলা রাষ্ট্রপক্ষে এ পি পি মখলেছুর রহমান খান স্বপন এবং আসামি পক্ষে রথ সোভা মন্ডল কৌশলী ছিলেন। সাজাপ্রাপ্ত সুমন পলাতক রয়েছে।

যাযাদি/ এমএস