রাস্তা দখলের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি
প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৫, ২০:২৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি রাস্তা দখলের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও তার পরিবার।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভলাকুট ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইসরাইল মিয়া।
সংবাদ সম্মেলনে তিনি জানান, কান্দিপাড়া গ্রামের খোরশেদ মিয়া ও তার আত্মীয় আনোয়ার স্থানীয় ঈদগাহ সংলগ্ন সরকারিভাবে রেকর্ডভুক্ত একটি রাস্তার আইল কেটে নিজেদের জমির সঙ্গে যুক্ত করে দখল করে নেন। বিষয়টি জানাজানি হলে তিনি এলাকাবাসীর পক্ষে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তার ওপর কোদাল নিয়ে হামলার চেষ্টা চালায়। এরপর খোরশেদ তার ভাবি মাহমুদা বেগমকে দিয়ে তার (ইসরাইল মিয়া) বিরুদ্ধে তিনটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করান।
ইসরাইল মিয়া বলেন, “আমি অন্যায়ের প্রতিবাদ করেছি মাত্র। এখন আমার ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে ভলাকুট ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, “ঈদগাহ সংলগ্ন সরকারি রাস্তা দখলের ঘটনা সত্য। অভিযুক্তরা সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ করায় ইসরাইল মিয়াকে হয়রানিমূলক মামলার শিকার হতে হয়েছে। এলাকাবাসী ক্ষুব্ধ। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের উত্তেজনা তৈরি হতে পারে।”
তবে মামলার বাদী মাহমুদা আক্তার অভিযোগ করে বলেন, “গত ২০ জানুয়ারি রাতে ইসরাইল মিয়া ও তার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে। যে রাস্তার কথা বলা হচ্ছে, তা যদি সরকারি রেকর্ডে থেকে থাকে, আমি তা ফিরিয়ে দেব।”
নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
যাযাদি/ এমএস