রাস্তা বন্ধ করায় বাড়ী থেকে বাহির হতে পারছে না একটি পরিবার

প্রকাশ | ১০ এপ্রিল ২০২৫, ১০:৫৬

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে জোর করে বাড়ীর যাতায়াতের রাস্তা বন্ধ করায় বাড়ী থেকে বাহির হতে পারছে না একটি পরিবার । জানা গেছে, উপজেলার নশংকর গ্রামের আক্তার মোল্লার স্ত্রী খাইরুন নাহারের সাথে একই বাড়ীর প্রবাসী জাকির কাজীর সাথে বাড়ী ও জমি নিয়ে বিরোধ চলে আসছে । 

বুধাবর সকালে খাইরুন নাহার (৩৫) তার পৌত্রিক ওয়ারিশ সূত্রে মালিক নশংকর মৌজার আর এস ৪৭৪ নং দাগের জমির উপর না জানিয়ে জাকির কাজীর লোকজন দিয়ে জোর করে ইট দিয়ে দেয়াল নির্মাণ করছে । এ সময় কাজী খায়রুন নাহার কাজের বাঁধা দিয়ে পয়সাগাঁও দিঘীর উত্তর পাশে ব্রিজের সামনে পৌঁছালে জাকির কাজীর বোন শাহনাজ পারভিন শানু তার অটোরিকশা গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কাজী খায়রুন নাহার নিষেধ করিলে সে হ্মিপ্ত হয়ে কিল ঘুসি লাথি মেরে শরীরে নিলা ফুলা জখম করে । এ ঘটনায় কাজী খায়রুন নাহার বাদী হয়ে শাহনাজ পারভিন শানুকে আসামি করে বুধবার দুপুরে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করেন । 

স্থানীয় এলাকাবাসী জানান, কিছুদিন যাবত ওই পরিবারকে বাড়ীর যাতায়াতের রাস্তা বন্ধ করায় তারা বাড়ী থেকে বাহির হতে পারছে না, আমরা কখনো এরকম ঘটনা আর কখনো দেখিনি, তাদের সবার পৌত্রিক সম্পক্তি কিভাবে একটি পরিবারকে যাতায়াতের রাস্তা বন্ধ করে আটক করে রেখেছে । ঘটনাটি খুবই দুখঃজনক। 

টঙ্গিবাড়ী খানা ওসি মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এসএম