কাশিয়ানীতে চেয়ারম্যানের বাড়িতে আগুন

প্রকাশ | ১০ এপ্রিল ২০২৫, ১১:০২

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চেয়ারম্যানের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে শত্রুপক্ষ দাবি চেয়ারম্যানের। এলাকাবাসীর ভিন্ন মত। অনেকের সন্দেহ ঘটনাটি সাজানো।  নিজ ঘরে আগুন দিয়ে শত্রু পক্ষকে ফাসাঁনোর চেষ্টা হতে পারে।

ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খলিসাখালি গ্রামে বুধবার গভীর রাতে। 

চেয়ারম্যান পরিবারের দাবি, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ডেভিড সুরঞ্জন বিশ্বাস রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন, এ সময়ে তিনি ঘরের বাইরে শব্দ শুনে জালানা দিয়ে দেখেন ১০ থেকে ১৫ জন লোক তার বাড়ি প্রবেশ করে এবং তার বাড়িতে (স্টোর) মালামাল ঘরে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসীর ডাক-চিৎকারের তারা পালিয়ে যায়। কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

চেয়ারম্যান ডেভিড সুরঞ্জন বিশ্বাস এ প্রতিবেদক জানান, তার সাথে প্রতিবেশী গোকুল বিশ্বাস (৩৫), গৌতম বিশ্বাস (৩২), পার্শবর্তী কুসুমদিয়া গ্রামের হাসু শেখ (৪০) লোকজন নিয়ে আমার বাড়িতে আগুন দিয়েছে।

গোকুল বিশ্বাসের স্ত্রী সম্পা রানী বিশ্বাস (৩১) এবং  মা গীতা রানী বিশ্বাস (৬৫) জানান, চেয়ারম্যানের কাছে আমরা নগদ ৮০ হাজার টাকা ৪০ মন ধান এবং তার মাছের (ঘেরের) পুকুরের মধ্যে আমার ২৪ শতক জমি রয়েছে। তিনি জোর করে ভোগ করছেন। এছাড়া বাড়ির সীমানা থেকে মঙ্গলবার আমাদের গাছ জোর কেটে নিয়েছে। আমরা বাধা দিয়েছি। আমরা দরিদ্র তাই তিনি আমাদের দমন করতেই এ ব্যবস্থা করতে পারেন। আমাদের এই ঘটনাগুলো এলাকার সবাই জানে। আমরা আজ পর্যন্ত কোনো বিচার পাইনি। 

ওই এলাকার অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যানের কাছে গোকুল পরিবার নগদ ৮০ হাজার টাকা ৪০ মন ধান এবং তার মাছের (ঘেরের) পুকুরের মধ্যে আমার ২৪ শতক জমি পাবে। গ্রামের সকল মানুষ বিষয়টি জানে। তবে আগুনের ঘটনাটি আমরা নিশ্চিত না। হতে পারে শত্রুতা। হতে পারে সাজানো। আসল ঘটনা উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ এবং খোজঁ খবর নিতে শুরু করে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

যাযাদি/ এসএম