নলছিটিতে সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশ | ১০ এপ্রিল ২০২৫, ১৫:১৮

নলছিটি (ঝালকাঠি) প্রতি‌নি‌ধি
ছবি: যায়যায়দিন

ঝালকাঠির নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছে গাড়ী চালক ও  এলাকাবাসী।  বৃহস্পতিবার (১০এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলার পৌর এলাকার খোজাখালি নামক স্থা‌নে বিক্ষুদ্ধ এলাকাবাসী ও গাড়ী চালকরা নলছিটি দপদপিয়া সড়ক অবরোধ করে রাখেন। ঘন্টাব্যাপী সড়ক অবরোধের কার‌ণে সড়কের দুই দিকে যানবাহন আটকা পরে সড়কে যানজটের সৃষ্টি হয়। 

এসময় বক্তব্য দেন সাবেক পৌর মেয়র মো. মজিবর রহমান, সাবেক পৌর কাউন্সিলর নুরুন্নাহার আক্তার, বিএন‌পি নেতা আফজাল হোসেন মৃধা, মিজানুর রহমানসহ সড়কে চলাচলাকারী বিভিন্ন যানবাহনের চালকবৃন্দ।

বক্তরা বলেন, নলছিটি পৌর এলাকার বিভিন্ন সড়কগুলো চলাচলের অনুপোযোগী। খোজাখালি থেকে পোলেরহাট ১৬৫০ মিটার সড়কের কাজ  মাত্র ৩০০ মিটার  করে ফেলে রাখা হয়েছে। এতে জনসাধার‌ণের ভোগান্তি আরও বৃদ্ধি পেয়েছে। একজন রোগীকে হাসপাতালে নেয়া যে সড়ক দিয়ে সম্ভব নয় সেই সড়ক থাকার চেয়ে না থাকা ভালো। কোন যানবাহন এই সড়কগুলোতে যেতে চায় না। তাদের গাড়ী এসব সড়কে চলাচল করলে গাড়ীর যন্ত্রাংশে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সড়কে যে পরিমান ধুলা উড়ে তাতে আশেপাশের বাসিন্দাদের ঘড়বাড়ি ধূলার রাজ্যে পরিনত হয়েছে। এরই সাথে মানুষজন বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে‌ছেন। আমরা যে কোন মূল্যে এই সড়ক অতিদ্রুত সংস্কার হোক সেটা চাই। তাই আজকে স্থানীয় বাসিন্দাসহ সড়কে চলাচলকারী বিভিন্নি যানবাহনের চালকরাও অবরোধে শরিক হয়েছেন। 

নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম জানান, সড়ক অবরোধের খবর পেয়ে নলছিটি থানা থেকে পুলিশ গিয়ে অবরোধকারীদের সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। বর্তমানে নলছিটি দপদয়িা সড়কে যান চলাচলা স্বাভাবিক আছে। 

এরপর এলাকাবাসী নলছিটি পৌর প্রকৌশলী বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন, এসময় তিনি উপস্থিত না থাকায় পৌরসভার কর আদায়কারী গোলাম মোস্তফা তার পক্ষে স্বারকলিপি গ্রহন করেন। 

এ ব্যাপারে নলছিটি পৌর প্রশাসক মো. নজরুল ইসলাম জানান, যে সড়কগুলোর সংস্কার কাজ ফেলে রাখা হয়েছে সেগুলোর কাজ  দ্রুত সময়ে শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেয়া হয়েছে। এছাড়া যে সব সড়ক সংস্কার প্রয়োজন পর্যায়ক্রমে সবগুলো সংস্কার করা হবে। 

যাযাদি/ এমএস