ভোলায় বালু উত্তোলন ব‌ন্ধের দাবী‌তে মানববন্ধন

প্রকাশ | ১০ এপ্রিল ২০২৫, ১৫:২৫

ভোলা প্রতি‌নি‌ধি
ছবি: যায়যায়দিন

ভোলার মেঘনা ও তেতু‌লিয়া নদী ভাঙন থে‌কে রক্ষায় বালু উত্তোলন ব‌ন্ধের দাবী‌তে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) দুপু‌রে ভোলা সদর উপ‌জেলার বিএন‌পির আহবায়ক আসিফ আলতা‌ফের আয়োজ‌নে জেলা প্রশাসক কার্যাল‌য়ের সাম‌নে সড়‌কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রেন সর্বস্তরর জনগণ। 

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, নি‌র্বিচা‌রে ভোলায় বালু উত্তোলনের ফ‌লে নদী ভাঙন বে‌ড়ে যা‌চ্ছে। তাই ভোলা‌কে নদী ভাঙ‌নের হাত থে‌কে রক্ষা কর‌তে হ‌বে। এজন্য ভোলার বৈধ ও অ‌বৈধ সব বালু উত্তোলন ব‌ন্ধের দাবী ক‌রেন তারা। 

এসময় বক্তব্য রা‌খেন, ভোলা জেলা বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক ও জাতীয় বন্ধুজ‌ন প‌রিষ‌দের সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, ভোলা সদর উপ‌জেলার বিএন‌পির আহবায়ক আসিফ আলতাফসহ প্রমূখরা।

যাযাদি/ এমএস