কালিয়ায় হত্যা মামলার ১৬ আসামি গ্রেফতার

প্রকাশ | ১০ এপ্রিল ২০২৫, ১৮:১৫

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নড়াইলের কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় হাসিম মোল্যা (৩৮) হত্যা মামলায় এজাহার নামীয় ১৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার (৯ এপ্রিল) র‍্যাবের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো.নুর ইসলাম ওরফে মো.রিপন মোল্যা (৪৫), মো.সাব্বির মোল্যা (২৩), মো.ইমরুল মোল্যা (৩৫), মো. হিসাম শেখ (৩৪), মো.ইয়াসিন শেখ (২৮), মো.রাজা শেখ (৫২), মো.রাজুল শেখ (৩৫), মো.রকিবুল মোল্যা (৩২), মো.হায়াত মোল্যা (২৭), মো.মফিজুর মোল্যা (৫০), মো.পারভেজ মোল্যা (৩০), মো.ইয়াসিন মোল্যা (৩০), মো.রেজা মোল্যা (৩০), আজাদ মোল্যা (৬২), বিকাশ মোল্যা (৪৪) এবং লাকটু মোল্যা (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৫ মার্চ) সকালে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় হাসিম মোল্যা নামে এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে এ ঘটনায় (১৯ মার্চ) নিহত হাসিম মোল্যার পিতা আব্দুল কাদের মোল্যা ওরফে তোতা মোল্যা বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ ও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি কালিয়া থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম জানান, হাসিম মোল্যা হত্যা মামলার এজাহার নামীয় ১৬ জন আসামিকে র‍্যাবের সহোযোগিতায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।


যাযাদি/ এমএস