ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন

প্রকাশ | ১১ এপ্রিল ২০২৫, ১০:১২

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে গেছে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের দুটি কক্ষ ও একটি স্টোর রুম। এই স্কুলটি শুরু হওয়া এসএসসি পরীক্ষায় জেলার অন্যতম একটা পরীক্ষা কেন্দ্র।পুড়ে যাওয়া কক্ষ ২টির মধ্যে ১ টি পরীক্ষা কেন্দ্রের রুম। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে বিদ্যালয়টিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম। 

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষ ও একটি স্টোর রুমের আসবাবপত্র সহ চেয়ার টেবিল পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হবে। তবে আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এদিকে খবর পেয়ে রাত ১০ টার দিকে বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, আমরা এখানো নিশ্চিত নই কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। এবিষয়ে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা দিনের বেলায় সবকিছু খতিয়ে দেখবে। তবে এতে চলমান এসএসসি পরীক্ষা ব্যহত হবে না। পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষ পুড়ে গেছে। সেই কক্ষের পরীক্ষা অন্য কক্ষে নেওয়া হবে।

যাযাদি/ এমএস