ডোমারে যায়যায়দিন প্রতিনিধির শাশুড়ির ইন্তেকাল

প্রকাশ | ১১ এপ্রিল ২০২৫, ১১:৩০

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো'র শাশুড়ি মোছাঃ শাহিনুর বেগম বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ১৫মিনিটে তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া--------রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩বছর। তিনি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বটতলা গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল কাদেরের সহধর্মিণী ও বিশিষ্ট ব্যবসায়ী মৃত আব্দুল হাদী'র মাতা। মৃত্যুকালে তিনি ৩ছেলে, ৪মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিনে বাদ আসর চড়াইখোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলা কবরস্থানে তাকে দাফন করা হয়। 

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডোমার রিপোর্টার্স ইউনিটি, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি, নীলফামারী প্রেসক্লাব ও ডোমার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

যাযাদি/ এমএস