দাগনভূঞায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
প্রকাশ | ১১ এপ্রিল ২০২৫, ১৬:১৪

ফেনীর দাগনভূঞা বসুরহাট রোড ইয়াকুবপুর ইউনিয়ন শরিফপুর রাস্তার মাথায় ইউনিক গ্যাস পাম্প ( নতুন পোল) নামক স্থানে ট্রাক এবং সিএনজি সংঘর্ষে সিএনজির যাত্রী ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। অপরদিকে হাসপাতালে নেওয়ার পথে সিএনজির চালকের মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ এপ্রিল ) রাত সোয়া ৭টায় দিকে সিএনজি'র সংঘর্ষে সিএনজির যাত্রী রাজিব ঘটনাস্থলে মৃত্যু হয় এবং সিএনজি ড্রাইভার নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
নিহতরা হচ্ছেন- উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের ভাড়াটিয়া মৃত সফিকের মোজা ছেলে রাজিব (২৩) অপরব্যক্তি একই এলাকায় বাসিন্দা ওসমান আলী স্যারাং বাড়ি সেলিমের বড় ছেলে নজরুল ইসলাম (২৫)।
অপরদিকে একই স্থানে সন্ধ্যায় মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দখল করে অবৈধভাবে বালি রাখার কারণে উক্ত ঘটনা ঘটে। বালির টাল সততা ডিটারজেন্ট এবং বল সাবান ইন্ডাস্ট্রিজের। এ সড়কে গত কয়েকমাসে বেশ কয়েকটি দূর্ঘটনাসহ মৃত ও আহত হয়েছেন অনেকেই।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান সড়ক দূর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
যাযাদি/ এসএম