ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার 

প্রকাশ | ১১ এপ্রিল ২০২৫, ২০:০৪

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাবনা পাড়ার মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় শ্রেণির ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মো. রিজওয়ান উদ্দিন ওরফে রুমনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত মো. রিজওয়ান উদ্দিন ওরফে রুমন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম আমিনির ছেলে। তিনি বর্তমানে মদিনাতুন উলুম ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাবনাপাড়া মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব বিভাগের তৃতীয় শ্রেণির এক ছাত্রকে(১১) ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম আমিনির ছেলে মো. রিজওয়ান উদ্দীন ওরফে রুমন(২০) বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুরে জোড়পূর্বক বলাৎকার করে। অভিযুক্ত রুমন ওই দিন দুপুর ২টার দিকে ওই ছাত্রকে দ্বিতীয় দফায় বলাৎকার করে। এদিন সন্ধায় শিশু ছাত্রটি তার মাকে বিষয়টি জানায়। পরে স্বজনরা তাকে মাদ্রাসা থেকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাতে ভিকটিমের মা বাদি হয়ে নাগরপুর থানায় একটি অভিযোগ দাখিল করেল তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ব্যাপারে নাগরপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. রিজওয়ান উদ্দীন ওরফে রুমনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

যাযাদি/ এসএম