টিকটিক ও পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে হত্যা, তিনজনের বিরুদ্ধে মামলা
প্রকাশ | ১২ এপ্রিল ২০২৫, ১১:০২

কুষ্টিয়ার ভেড়ামারায় টিকটিক ও পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করেছে। ভেড়ামারা থানায় স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রাব্বি ইসলাম হত্যা মামলার আসামি এখনও গ্রেফতার হয়নি।
আসামিরা হলো- রাব্বি ইসলামের স্ত্রী ও ভেড়ামারা রামচন্দ্রপুর এলাকার মীম খাতুন (১৮), শ্বাশুড়ি হালিমা খাতুন (৩৮) ও শ্বশুর মোমিনুল (৪৭)। রাব্বি ইসলাম উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর্গন ওয়েল্ডার (টিআইজি) পদে কর্মরত ছিলেন।
ভেড়ামারা থানা ও রবিউল ইসলাম সূত্রে জানা গেছে, উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রাব্বি ইসলাম (২১) সাথে রামচন্দ্রপুর এলাকার মোমিনুলের মেয়ে মীম খাতুন (১৮) সাথে ১ বছর আগে পারিবারিক ভাবে বিবাহ হয়। মিমের আপত্তি স ও আমার ছেলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের বৈবাহিক সম্পর্কও ভাল ছিল না। বিয়ের পর জানতে পারি, একটা ছেলের সঙ্গে প্রেম ছিল। আমার ছেলে না থাকলে ঘরের দরজা বন্ধ করে মিম সারাদিন অন্য পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলতো। বিবাহের পর থেকে রাব্বি ইসলাম ও মীম খাতুনের মধ্যে টিকটিক বানানো ও পরকিয়ার ঘটনায় ২জনের মধ্যে প্রায় ঝগড়া হতো।
গত বছর ২০ নভেম্বর প্রতিদিনের মতো রাব্বির মা আমিনা বেগম খাওয়ার রান্না করেন। পুত্রবধূ মিম খাতুন রাব্বি ইসলামের জন্য খাবারের বাটি প্রস্তুত করে দেয়। কর্মস্থলে গিয়ে রাব্বি ইসলাম দুপুরের সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখানেই বেশ কয়েকবার বমি হয় তার। পরে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে ডাক্তার দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেয়। রাব্বি ইসলামকে দেওয়া খাবারের বাটি চেক করে দেখা যায় নীল আকার ধারণ করা অবশিষ্ট তরকারি দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মোহাইমেনুল হক আতিককে দেখালে রাব্বি ইসলামের শরীরে প্যারাকুয়েট (ঘাস মারার বিষ) বিষের অস্তিত্ব পাওয়া গেছে। তার পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছর ৭ ডিসেন্বর রাব্বি ইসলামের মৃত্যু হয়। গত ৪ মাসেও রাব্বি ইসলাম হত্যা মামলার আসামী এখনও গ্রেফতার হয়নি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, রাব্বি ইসলামের হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
যাযাদি/ এসএম