বগুড়ায় আওয়ামী লীগ নেতা পিতা-পুত্র গ্রেপ্তার

প্রকাশ | ১২ এপ্রিল ২০২৫, ১৮:১৬

বগুড়া প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বগুড়ায় হত্যাসহ ১০ মামলার আসামী, আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ। ১২ এপ্রিল ভোর সারে পাঁচটার দিকে ঢাকার আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কাহালু পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলার উদ্দিন কবিরাজ (৬০) ও তার পুত্র কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উজেলা চেয়ারম্যান মোঃ হাসিবুল হাসান সুরুজ কবিরাজ (৪২)। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে হত্যাসহ ১০ টি মামলা রয়েছে।

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করে জানান, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হেলাল উদ্দিন কবিরাজ ও তাঁর ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ আত্মগোপনে ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধেই ১০টি মামলা রয়েছে। এসব মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যাযাদি/ এমএস