নিয়ামতপুরে বিএনপির রিকশা ভ্যান ও অটোচালক দলের সভা

প্রকাশ | ১২ এপ্রিল ২০২৫, ১৮:৪৭

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দল নিয়ামতপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । 

আজ শনিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার সংলগ্ন রাউতাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে লালবর হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী রিকশা ভ্যান  ও অটোচালক দলের সভাপতি ইসমাইল হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নওগাঁ জেলা শাখার  রিকশা ভ্যান ও অটোচালক দলের আহ্বায়ক মোঃ সেকেন্দার আলী। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দলের নওগাঁ জেলা সদস্য সচিব সাখাওয়াত হোসেন।

আরও বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি'র প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি ইসাহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার,  রিক্সা ভ্যান ও অটোচালক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক ফারুক হোসেন, যুগ্ন সম্পাদক লুৎফর লুৎফর আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ উজ্জল হোসেন প্রমুখ।

যাযাদি/ এমএস